Advertisement
Advertisement

Breaking News

Solar eclipse 2022

বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী বিশ্ব, দেখে নিন খণ্ডগ্রাসের নানা ছবি

কলকাতা-সহ ভারতের নানা প্রান্ত থেকেই দেখা গিয়েছে গ্রহণ।

১১

দীপাবলির আকাশে গ্রহণের ছায়া। চাঁদের ছায়ায় সূর্যের আংশিক অংশ ঢাকা পড়তেই দেখা গেল গ্রহণ। ছবি: পিটিআই।

১১

মঙ্গলবার দুপুর থেকেই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল বিশ্বের বহু দেশ। ছবি: পিটিআই।

১১

ভারত থেকে তো বটেই, কলকাতাও সাক্ষী রইল এই গ্রহণের। ছবি: পিটিআই।

১১

কলকাতার আকাশে শেষ বিকেলে মায়ার রং ছড়াল সূর্যের খণ্ডগ্রাস। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১১

দুপুর ২টো ২৯ মিনিট থেকে সন্ধে ৬টা ৩২ মিনিট পর্যন্ত অর্থাৎ কাঁটায় কাঁটায় ৪ ঘণ্টা ৩ মিনিট স্থায়ী ছিল এদিনের গ্রহণ। ছবি: পিটিআই।

১১

খণ্ডগ্রাস অর্থাৎ সূর্য-চাঁদ-পৃথিবীর সরলরৈখিক অবস্থানে সূর্যকে আংশিকভাবে ঢেকে ফেলে চাঁদ। ছবি: পিটিআই।

১১

মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী হতে কৌতূহলের শেষ ছিল না মহাকাশপ্রেমীদের। ছবি: পিটিআই।

১১

এরপর ফের সূর্যের খণ্ডগ্রাস দেখা যাবে ২০২৫ সালের ২৯ মার্চ। ছবি: পিটিআই।

১১

কিন্তু সেই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। ছবি: পিটিআই।

১০ ১১

এরপর আবার ২০৩২ সালে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ভারত থেকে। ছবি: পিটিআই।

১১ ১১

আপাতত এক দশকের অপেক্ষা। তাই এবারের খণ্ডগ্রাস ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। ছবি: পিন্টু প্রধান।