Advertisement
Advertisement

Breaking News

টলিউডে শুরু শুটিং

মাস্ক পরে রানি রাসমণি, স্যানিটাইজার মাখছেন বাবা লোকনাথ, দেখুন কেমন হল প্রথম দিনের শুটিং

করোনা আবহে টলিপাড়ায় শুটিং পর্বের এক্সক্লুসিভ ছবি।

১১

পিপিই কিট, মাস্ক, ফেস শিল্ড পরনে লোকেদের ভিড়, একঝলকে দেখলে মনে হতেই পারে যে এ কোথায় চলে এলাম! তবে করোনা সংক্রমণ এড়ানোর জন্য উপায় নেই। অগত্যা সবরকম সাবধানতা অবলম্বন করেই টলিপাড়ায় শুরু হল শুটিং।

১১

বেশ কয়েকটি ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তাদের মধ্যে ছয়টি অতি জনপ্রিয়- 'রানি রাসমণি', 'ত্রিনয়নী', 'চুনি পান্না', 'দুর্গা দুর্গেশ্বরী', 'জয় বাবা লোকনাথ', 'প্রথমা কাদম্বিনী'।

১১

শটে যাওয়ার আগে 'জয় বাবা লোকনাথ' অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় হাত স্যানিটাইজ করছেন। দীর্ঘ আড়াই মাস পর শুরু হল শুটিং। খুব শিগগিরিই আসতে চলেছে ধারাবাহিকের নতুন পর্ব। অতঃপর পুরনো এপিসোডের হাত থেকে নিস্তার পাবেন দর্শকরা। নিশ্চয়ই মনে হচ্ছে যে, কবে থেকে দেখা যাবে এই নতুন পর্বগুলি?

১১

তাহলে বলে দিই, 'ত্রিনয়নী', 'দুর্গা দুর্গেশ্বরী', 'জয় বাবা লোকনাথ', 'প্রথমা কাদম্বিনী', 'রানি রাসমণি'র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলি আপনার টিভির পর্দায় আসছে আগামী ১৫ জুন থেকে।

১১

মেক-আপ আর্টিস্টরাও পিপিই কিট পরে অভিনেতা-অভিনেত্রীদের মেক-আপ করছেন। কারণ এটাই এখন 'নিউ নরম্যাল'।

১১

দফায় দফায় মিটিংয়ের পর বুধবারের বৈঠকে অবশেষে শুটিং নিয়ে জটলা কেটেছে। বৃহস্পতিবার সকাল থেকেই নির্দেশিকা মেনে শুরু হয়েছে টলিপাড়ায় ধারাবাহিকের শুটিং।

১১

সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজের নিজের পানীয় জলের বোতল ব্যবহার করার মতো একাধিক বিষয়ে নজর রাখছেন শিল্পী-কলাকুশলীরা।

১১

সেটে ঢোকার আগে থার্মাল চেক-আপও করা হচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় হাত ধোওয়া, স্যানিটাইজার লাগানো সবই চলছে। (ছবি- পিন্টু প্রধান)

১১

স্টুডিওর স্যানিটাইজ করা মেক-আপ রুমে কাজ চলছে। (ছবি- পিন্টু প্রধান)

১০ ১১

কাজের ফাঁকে মিনিট দুয়েকের বিরতিতেও সতর্কতা অবলম্বন করতে মুখে রুমাল দিচ্ছেন শিল্পীরা। (ছবি- পিন্টু প্রধান)

১১ ১১

করোনার ভয় সরিয়ে কড়া সতর্কতা অবলম্বন করেই শুরু হল টলিপাড়ার শুটিং।