রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে সকলের। এরই মাঝে ডেঙ্গু সচেতনতায় নিজের এলাকায় মিছিল করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ছবি: অরিজিৎ সাহা।
বুধবার সকালে দলের নেতা-কর্মীদের নিয়ে ৮২ নম্বর ওয়ার্ড ওয়ার্ডে যান ফিরহাদ। ঘুরে দেখেন কোথায় আবর্জনা জমেছে। নিজে হাতে পরিস্কারও করেন। ছবি: অরিজিৎ সাহা।
এদিন ৮২ নম্বর ওয়ার্ড ছাড়াও আরও কয়েকটি ওয়ার্ডে যান। কোথাও জল জমে রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখেন। নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন মেয়র। ছবি: অরিজিৎ সাহা।
এদিন ফিরহাদ হাকিম জানান, সপ্তাহে ২ দিন করে ডেঙ্গু সচেতনতার বার্তা দিতে পথে নামবেন তিনি। পাশাপাশি সকলকে সতর্ক থাকার নির্দেশও দেন। ছবি: অরিজিৎ সাহা।
প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গুর বলি ৮৫ জন। বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.