Advertisement
Advertisement

Breaking News

Matribhumi Local

মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা! বাংলাকে বড় উপহার রেলের

লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় কী কী সুবিধা পাওয়া যাবে?

বাংলার প্রথম লোকাল ট্রেনে চালু প্রথম শ্রেণির এসি কামরা। রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালে জুড়ল দুটি এসি কামরা।

ট্রেনে মোট ১২টি কামরা রয়েছে। দুদিকে দুটি ইঞ্জিনের পিছনে থাকবে প্রথম শ্রেণির কামরা দুটি। মাঝে ভেন্ডর এবং দ্বিতীয় শ্রেণির কামরা।

ট্রেন উদ্বোধনের পর সাংসদ জগন্নাথ সরকার প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। যাত্রীদের আরামের কথা ভেবে এই পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে ডাউন মাতৃভূমি লোকাল। শিয়ালদহ পৌঁছবে ৯টা ২৮ মিনিটে। আবার বিকেল ৫টা ৫৪ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ট্রেনটি রানাঘাট পৌঁছবে ৭টা ৪০ মিনিটে।

প্রথম শ্রেণির কামরার দেওয়ালে ছবি আঁকা রয়েছে। আসনে লাগানো নরম গদি। রয়েছে মোবাইল চার্জে দেওয়ারও ব্যবস্থা। বসানো রয়েছে সিসি ক্যামেরাও।

রেল সূত্রে খবর, লোকাল ট্রেনে এসি কামরায় ৫ টাকার বদলে ভাড়া দিতে হবে ২৫ টাকা। ১০ টাকার বদলে ৫৫-৮৫ টাকা। ১৫ টাকার টিকিট বেড়ে ৯০ টাকা। তবে ভাড়া নির্ভর করছে, আপনি কতদূর যাবেন তার উপর।

রেলের উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। তথ্য ও ছবি: সুব্রত বিশ্বাস।