Advertisement
Advertisement
Palan Movie

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে নতুন অবতারে যিশু-পাওলি, প্রকাশ্যে ‘পালানে’র ফার্স্টলুক

মৃণাল সেনের 'খারিজ' ছবিকে পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ছবি ‘খারিজ’। সেই ছবি দেখেই যেন সিনেমা তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই এবার ‘খারিজ’ সিনেমাকে নতুন যুগের রূপ দিতে চলেছেন তিনি। মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে উৎসর্গ করে একটি ছবি তৈরি করছেন। নাম ‘পালান’।

কৌশিক তাঁর নতুন ছবি ‘পালান’-এ খারিজের গল্পকে নিয়ে আসবে ২০২২-এর প্রেক্ষাপটে। চরিত্রগুলো থাকবে একই, নামও পরিবর্তিত হবে না। এ যুগের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা বদলে যাবে গল্প।

মৃণাল সেনের খারিজ ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত ও শ্রীলা মজুমদার। কৌশিকের ‘পালান’-এ ফের একবার একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি এই তিন অভিনেতা।

এই ছবিতে গাঁটছড়া বাঁধছেন দুই প্রযোজনা সংস্থা প্রমোদ ফিল্মস ও দ্য বিগ ডে। কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে এই ছবির শুটিং।

ছবিতে অভিনয় করবেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার, পাওলি দাম ও যিশু সেনগুপ্ত প্রমুখ।