Advertisement
Advertisement

Breaking News

Fish

উত্তর আমেরিকার দৈত্যাকার ‘কুমির মাছ’ ভেসে এল ডায়মন্ড হারবারে! ছবি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের

কীভাবে ওই জায়গায় এল এই মাছ?

ডায়মন্ড হারবারে দেখা মিলল আমেরিকার দৈত্যাকার 'কুমির মাছে'র। দক্ষিণ ২৪ পরগনার লেনিননগরের ঘাটে দেখা যায় এটি।

কুমিরের মতো দেখতে হওয়ায় এর নাম 'কুমির মাছ'। এগুলি মূলত ছোট মাছ খেয়ে থাকে।

অদ্ভুত দর্শন মাছটি দেখতে সাতসকালে ঘাটে ভিড় জমান স্থানীয়রা। ছবি মোবাইল বন্দি করেন অনেকে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত অ্যকোরিয়ামে রাখা হয় উত্তর আমেরিকার এই মাছ। মাছটি বড় হয়ে যাওয়ায় জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে।

জীবন্ত জীবাশ্মদের মধ্যে অন্যতম এই অ্যালিগেটর গার।