রুপোলি পর্দায় ফিরবে ১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্মৃতি। সেই '83' ছবির প্রচারই শুরু হল খাস কলকাতা থেকে। আর প্রচারের ফাঁকে হল বাঙালি খাওয়া-দাওয়াও।
পরিচালক কবীর খানের সঙ্গে কলকাতায় হাজির বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। ছবির খুঁটিনাটি নিয়ে করলেন সাংবাদিক বৈঠক।
আর এরই ফাঁকে 'সংবাদ প্রতিদিন' ডিজিটাল ক্যামেরাবন্দি করল কিংবদন্তির খানাপিনার। জমিয়ে বাঙালি খাবার উপভোগ করলেন কপিল।
মধ্যাহ্নভোজের মেনুতে ছিল সোনা মুগের ডাল, ফুলকপি রোস্ট, চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের পাতুরি এবং কষা মাংস। তবে পাতে কার্বোহাইড্রেড জাতীয় খাবার, নৈব নৈব চ।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে '৮৩'। কপিল দেবের ভূমিকায় ধরা দেবেন রণবীর সিং। কপিল দেব বলছেন, "২৪ তারিখ তাঁর কঠিন টেস্ট ম্যাচ।"
তবে হাজারো ব্যস্ততার মধ্যেও কলকাতায় প্রচারে এসে বাঙালি খাবার মিস করলেন না হরিয়ানা হ্যারিকেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.