Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

‘ঐতিহাসিক স্বর্গীয় ক্ষণ’, রামলালার প্রাণপ্রতিষ্ঠায় আবেগমথিত শচীন থেকে সাইনা

উৎসবের অযোধ্যায় উপস্থিত দেশের তারকা ক্রীড়াব্যক্তিত্বরা। দেখে নিন কারা এলেন? কী বললেন?

সরযূ তটে ভক্তি ও আবেগ মিলে মিশে একাকার। মন্ত্রোচ্চারণে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ পেল রামলালা। উৎসবের অযোধ্যায় এক হয়ে গেল রাজনীতি থেকে শিল্প ও বিনোদন জগৎ। উপস্থিত ছিলেন দেশের তারকা ক্রীড়াব্যক্তিত্বরাও। ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তে। মাস্টার ব্লাস্টার বলেন, '' এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। বলতে গেলে, ঐতিহাসিক দিন। সমগ্র দেশবাসীর স্বপ্নপূরণ হয়েছে। আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক পরম্পরার জন্য দারুণ এক গর্বের মুহূর্ত। পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে এই মুহূর্ত। আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে দারুণ খুশি। আমার পরিবারকে এখানে আনতে চাই।''

ভারতের প্রাক্তন ক্রিকেটতারকা অনিল কুম্বলে বলেন, ''এ এক ঐতিহাসিক মুহূর্ত। স্বর্গীয় এক ক্ষণ। এর অংশ হতে পেরে দারুণ লাগছে। রামলালার আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।''

দেশের তারকা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বলেন, ''এটা আমাদের কাছে বিশাল একটা দিন। আমি অত্যন্ত ভাগ্যবান যে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছি। আমি কতটা খুশি, তা ভাষায প্রকাশ করতে পারব না। মানুষকে বলছি, অদূর ভবিষ্যতে আপনারা এই মন্দির দর্শনে আসুন।''

দেশের ক্রিকেটের আরেক তারকা রবীন্দ্র জাদেজাও উপস্থিত থাকেন রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে। এমন এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি আবেগমথিত।

ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজ বলেন, ''সবাই যা ভাবছে, অনুভব করছে, আমিও ঠিক তাই করছি। আমরা দীর্ঘদিন ধরে এর অপেক্ষায় ছিলাম। এই উদযাপনে সবার মতোই আমিও খুশি।''

দেশের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদও উপস্থিত ছিলেন রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে।