সকাল থেকেই দিল্লির 'ভারত মণ্ডপম' গমগম করছিল জি-২০ সম্মেলন ঘিরে। একে একে রাষ্ট্রপ্রধানকে 'এন্ট্রি' সম্মেলনের শোভাবর্ধন করে। তারই মধ্যে নজর কাড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হালকা গোলাপি ঢাকাই মসলিন। সাদা পাঞ্জাবি-কুর্তা, কালো জ্যাকেটে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি।
স্বামীর প্রথম ভারত সফর। তাও জি-২০ সম্মেলনে যোগ দিতে। বিশেষ উপলক্ষই বটে। তাই নিজের হাতে স্বামীর টাই বেঁধে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি।
ব্রিটেনের ফার্স্ট লেডি অক্ষতা মূর্তি নিজেও সাজলেন অপরূপ সাজে। দেশের ফ্যাশনের সঙ্গে মানানসই লাইল্যাক রঙের লং ড্রেসে অক্ষতাকে ভারী স্নিগ্ধ লাগছিল। জি-২০ ভেনুর বাইরে ছবিও তুললেন জমিয়ে।
কালো স্যুটে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হেসে কথাও বললেন।
জি-২০ তে যোগ দিয়ে আগেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা। নৈশভোজে তিনি যোগ দিলেন সস্ত্রীক।
সাদামাটা সাজেই নৈশভোজে যোগ দিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভন ডার লিয়েন। পরনে গোলাপি ড্রেস, সঙ্গে স্কার্ফ। তাঁর সঙ্গে ছিলেন স্বামীও।
একেবারে সেলেব দুনিয়ার ফ্যাশন! কালো লং ড্রেস, অনিয়ন পিঙ্ক সিল্কের উত্তরীয় আর লম্বা চেনে নৈশভোজে জমকালো 'এন্ট্রি' ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলানির।
অলংকার বলতে মুক্তো তাঁর বড় পছন্দের। বেশিরভাগ সময়েই মুক্তোর হার পরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ সম্মেলনের নৈশভোজেও তাঁকে দেখা গেল স্নিগ্ধ সাজে। মাখন-বেগুনি শেডেড ঢাকাইয়ের সঙ্গে দু লহরি মুক্তোর মালা ফের নজর কাড়ল।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.