ইমনের বসন্ত উৎসব এর শুরু গায়িকার মায়ের হাত ধরেই।
তিনি যে স্কুল চালান, সেটা ইমনের মায়ের শুরু করা। এক বসন্তে মা তাঁর স্টুডেন্টদের নিয়ে বাড়ির সামনের গলিতে একটা ছোটখাটো খাট, তাতে চাদর পেতে, সাউন্ড বক্স চালিয়ে গানের অনুষ্ঠান করেছিলেন।
সেখান থেকেই শুরু ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব। মা বেঁচে না থাকলেও নিজদায়িত্বে এই বসন্ত উৎসবের আয়োজন করে আসছেন ইমন।
৮ মার্চ থেকে শুরু হল। ৯ তারিখ, শনিবার ইমন চক্রবর্তীর বসন্ত উৎসবে আসছেন ঊষা উত্থুপ।
এবারেও অন্যান্য বারের মতোই লিলুয়াতেই হচ্ছে ইমনের বসন্ত উৎসব।
গায়িকার কথায়, "আমাকে এখন লোকজন চেনে, তাই স্পনসর পাই বলে বড় করে করতে পারি।"
৯ মার্চের অনুষ্ঠানে থাকছেন আরও অনেকে। ইতিমধ্যেই পয়লা দিনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইমন।
নাচে-গানে জমে উঠেছে ইমনের বসন্ত উৎসব।
ইমনকে দেখা গেল, হলুদ শাড়ি পরে। ছাত্রছাত্রীদের নিয়ে রঙের খেলায় মেতে উঠলেন ইমন।
স্বামী নীলাঞ্জন ঘোষও উপস্থিত ছিলেন এদিনের বসন্ত উৎসবে।
রঙিন মুহূর্তবন্দি সাদাকালো ফ্রেমে। (ছবি: ফেসবুক )
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.