Advertisement
Advertisement

Breaking News

চট্টগ্রামে সরস্বতী পুজোয় একটুকরো শান্তিনিকেতন, সাক্ষী থাকুন ওপার বাংলার বাগদেবীর বন্দনার

শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও ধুমধাম করে পালিত হচ্ছে সরস্বতী পুজো।

শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও ধুমধাম করে পালিত হচ্ছে সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে সেজেগুজে অঞ্জলি দেওয়ার ধুম বাংলাদেশেও।

চট্টগ্রামের পাহাড়তলির দক্ষিণ কাট্টলির বীণাপাণি সংঘের পুজোর এবারের থিম মোহন বাঁশি।

চট্টগ্রামের উত্তর কাট্টলির দাশ বাড়ির কেসমার্ক ক্লাবের মণ্ডপসজ্জাও চোখে পড়ার মতো। দুর্গাপুজোকেও যেন টেক্কা দেয় সরস্বতী পুজোর এই আড়ম্বর।

এই পুজোর এবারের ভাবনা আয়রে ছুটে আয়। থিমের নামেই স্পষ্ট, মণ্ডপ জুড়ে পুজো পুজো গন্ধ।

চট্টগ্রামের কক্সবাজারে পুজো মণ্ডপ নিজেদের থিমের মাধ্যমে জীবনকে সেলিব্রেট করার কথা বলছে। তাদের এবারের থিম কেউ কারও নয়। সোনালী সংঘ বাণী অর্চনা উদযাপন পরিষদের পুজোর বার্তা, আত্মহত্যার ভাবনা বর্জন করে জীবনকে সেলিব্রেট করুন।

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলির দেবেন্দ্র মাস্টার পাড়া পূজা উদযাপন পরিষদের পুজোয় আবার ধরা পড়েছে এক চিলতে শান্তিনিকেতন।

বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রার্থনালয় থেকে রবীন্দ্রনাথ, নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। চট্টগ্রামের কোলে সাজানো শান্তিনিকেতন দেখে মুগ্ধ পুজোপ্রেমীরা।

চট্টগ্রামের দত্ত পরিবারের প্রথম বর্ষের নিবেদন "বিদ্যাসুন্দর"। দত্ত পরিবারের সদস্যদের আয়োজিত এই পুজোয় দেবীর সৃষ্টির জগতের সত্য, সুন্দর ও সুশোভিত রূপ ফুটে উঠেছে। ছবি: চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত।