৪১-এ পা দিলেন বিপাশা বসু। অক্ষয়ের কুমারের বিপরীতে ‘আজনবি’ দিয়ে বলিউডে পা রাখেন। প্রথম ছবি থেকেই ট্র্যাকভাঙা পথে হাঁটেন তিনি।
ছবির চরিত্র নিয়ে শুরু থেকেই এক্সপেরিমেন্টাল বিপাশা। কেরিয়ারের পিক ফর্মেই ‘জিসম’-এর মতো ডার্ক ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয়ও করেন।
ছোট থেকেই ডানপিটে আদুরে 'বনি' ওরফে বিপাশা। আর পাঁচটা মেয়ের থেকে বেশি একটু বেশি সাহসী।
ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও এই বিপসের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। বোল্ড লুক, সাহসী দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে বলিউডে তখন পয়লা নম্বরে বিপাশা বসু।
বলিউডে বড় ব্রেক পান হরর জ্যঁরের ছবি ‘রাজ’ দিয়ে। সেই সময়ে অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই বঙ্গতনয়া।
কেরিয়ারের মধ্যগগনেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কোনও রকম রাখ-ঢাক না করেই জনের সঙ্গে সংসার পাতার খবর ফলাও করে জানিয়ে দেন বিপস তখন।
উনিশ বছরের অভিনয় জীবনে ভূত, অ্যাকশন, কর্পোরেট, কোনও চরিত্রেই নিজেকে মেলে ধরা বাদ দেননি বিপাশা। জনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ‘ধুম ২’-র মতো বেশ কিছু বড় বাজেটের ছবি থেকে বাদ পড়েন বিপস। শোনা যায়, এর নেপথ্যে জন-ই।
অভিনয়ের পাশাপাশি আইটেম নম্বরেও দেখা গিয়েছে তাঁকে। ‘বিড়ি জ্বলাইলে’ থেকে 'নমক ইশক কা', প্রতিটা আইটেম সং-এ এই বঙ্গতনয়া হিল্লোল তুলেছিলেন পুরুষ হৃদয়ে।
মানসিক অবসাদ কাটিয়ে ফের বলিউডে কামব্যাক। হরর জ্যঁরেই আটকে যান। Creature 3D, Alone বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বলিউডের পাশাপাশি হলিউড ছবি ‘দ্য লাভার’-এও দেখা যায় তাঁকে
২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।
এখন বলিউডের ইভেন্ট, ফ্যাশন শো ছাড়া এই বঙ্গতনয়াকে দেখা যায় না।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.