নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব।
নতুন বছরকে স্বাগত জানাতে আলোকমালায় সেজেছে অকল্যান্ড।
সিডনিতেও উৎসবের মেজাজ।
গোটা বিশ্বের পাশাপাশি বর্ষশেষের রাতে হুল্লোড়ের মুড তিলোত্তমায়।
ওমিক্রন আতঙ্ককে দূরে সরিয়ে মুখ মাস্কে ঢেকে পথে নেমেছেন অনেকেই।
আট থেকে আশি, বর্ষশেষের আনন্দে গা ভাসিয়েছেন প্রায় প্রত্যেকেই।
ওমিক্রনের চোখরাঙানির মাঝে ভিড় সামাল দেওয়াই যেন বড় চ্যালেঞ্জ পুলিশের। তাই পার্ক স্ট্রিটকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
দায়িত্ব নেওয়ার পরই বর্ষশেষের সন্ধেয় পথে নেমে নিরাপত্তার বিষয় খতিয়ে দেখেন খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
চলতি বছর বর্ষশেষের সন্ধেয় পার্ক স্ট্রিট আর 'ওয়াকিং স্ট্রিট' নয়। আদৌ সকলে কলকাতা পুলিশের নির্দেশিকা মেনে চলছেন কিনা, তা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার।
উৎসবের আনন্দে গা ভাসালেও মাস্ক পরার কথা ভুললে চলবে না। তাই বর্ষশেষের সন্ধেয় মাস্ক বিলি করেন মেয়র ফিরহাদ হাকিম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.