Advertisement
Advertisement

Breaking News

Har Ghar Tiranga Campign

‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল গোটা দেশ, চণ্ডীগড়ে মানব শৃঙ্খলে গিনেস রেকর্ড

'হর ঘর তেরঙ্গা' অভিযানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা।

স্বাধীনতার ৭৫ বছরে দেশজুড়ে পালিত হচ্ছে 'অমৃত মহোৎসব'। 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা শুরু হল শনিবার ১৩ আগস্ট থেকে।

'অমৃত মহোৎসবে'র অংশ হিসেবে চণ্ডীগড়ে দেখা গেল সবচেয়ে বড় তেরঙ্গা, মানব পতাকা। গিনেস রেকর্ড করল ৫ হাজার ৮৮৫ জনের অংশগ্রহণে তৈরি এই পতাকা।

প্রধানমন্ত্রীর ডাকে নিজের বাড়িতে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি পালন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্ত্রী সোনালকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করলেন তিনি।

জম্মু ও কাশ্মীরে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির সার্থক করতে মহিলারা পতাকা বুনছেন। জম্মুর পাল্লানওয়ালায় দেখা গেল এই দৃশ্য।

গুজরাটের গান্ধীনগরে পতাকা হাতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে। সঙ্গে ছিল একদল কচিকাচা।

তেরঙ্গা উড়ল উত্তরাখণ্ড সীমান্তে, ১৪ হাজার ফুট উচ্চতায়। দেশের জাতীয় পতাকাকে সম্মান জানালেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ।

১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের উদযাপন নিয়ে রয়েছে বাড়তি উদ্দীপনা। জোরকদমে চলছে প্রস্তুতি।