Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

ভালবাসার রঙে রঙিন হার্দিক-নাতাশা, দেখুন তারকা দম্পতির গায়ে হলুদের নানা মুহূর্ত

ভ্যালেন্টাইনস পর্ব যেন শেষই হচ্ছে না পাণ্ডিয়া পরিবারে।

ভ্যালেন্টাইনস পর্ব যেন শেষই হচ্ছে না পাণ্ডিয়া পরিবারে। প্রেমদিবসেই স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচকে নতুন করে বিয়ে করেছেন হার্দিক পাণ্ডিয়া। বিবাহ অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই ভাইরাল। আর এবার সামনে এল তাঁদের গায়ে হলুদের নানা মুহূর্ত।

নিজেদের বিয়ের অনুষ্ঠানে সেলেবরা কীভাবে সাজেন, সেদিকে সকলেরই নজর থাকে। হার্দিক-নাতাশার বিয়ের সাজ নজর কেড়েছিল অনুরাগীদের। আর এবার উজ্জ্বল রংয়ে তাঁদের গায়ে হলুদের ছবি নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

সোমবার গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় অলরাউন্ডার। ছবিগুলির ক্যাপশনে হার্দিক লেখেন, "পেন্টেন্ড ইন লাভ।" অর্থাৎ নতুন করে লাভবাসার রং লেগেছে হার্দিক-নাতাশার জীবনে।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা আর গোলাপির কম্বিনেশনে কুর্তা পরেছেন হার্দিক। একই রঙের পোশাক ছেলে অগস্তর পরনেও। আর নাতাশা, তাঁর দিক থেকে তো চোখ ফেরানোই দায়। ফ্লোরাল বিগেড টপ আর হলুদের উপর ফ্লোরাল কাজ করা পোশাকে অনন্যা হয়ে উঠেছেন তিনি।

করোনা কালে প্রায় বছর দুয়েক আগেই নাতাশার সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন হার্দিক। তারপরই বাবা হওয়ার সুখবর দেন তিনি। কিন্তু জাঁকজমক করে বিয়ের পর্বটা বাকিই রয়ে গিয়েছিল। এবার সেটাই সারলেন তাঁরা।

উদয়পুরে হিন্দু মতেও বিয়ে করেন হার্দিক ও নাতাশা। পরিবার ও বন্ধুবান্ধবদের সামনেই হয় মালাবদল। ঠোঁটে-ঠোঁট রেখে আবারও একসঙ্গে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করেন তাঁরা।

লেহেঙ্গা থেকে শাড়ি, ওয়েস্টার্স- প্রায় সব পোশাকেই বিয়ের অনুষ্ঠানে ধরা দিয়েছেন নাতাশা। তাঁদের গায়ে হলুদের অ্যালবামও অনুরাগীদের স্মৃতিতে হয়ে রইল রঙিন।

হার্দিক ও নাতাশার নতুন করে নেওয়া জীবনের শপথে যেন এভাবেই পরস্পরকে জড়িয়ে থাকতে পারেন। শুভকামনা ভক্তদের।