Advertisement
Advertisement

Breaking News

Hailstorm

মার্চের মাঝেই রুখাসুখা পুরুলিয়ায় স্বস্তি ফেরাল কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টি

থালা-বাটি হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। কুড়োতে থাকেন শিলা।

মার্চ মাসের মাঝেই পুরুলিয়ায় কালবৈশাখী। শনিবার দুপুর থেকেই বৃষ্টিতে ভিজছে প্রায় গোটা জেলা। সঙ্গে আবার শিলাবৃষ্টি। ছবি: অমিত সিং দেও

গত বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শেষবার বৃষ্টি হয়েছিল রুখাসুখা পুরুলিয়ায়। তারপর থেকে শুধুই বেড়েছে অপেক্ষা। কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা হয় জেলাবাসীর। ছবি: অমিত সিং দেও

হাওয়া অফিসের খবর অনুযায়ী, গত অক্টোবর থেকে এখনও পর্যন্ত অর্থাৎ পাঁচ মাসে এই জেলায় ১৫০ মিলিমিটার বৃষ্টির ঘাটতি হয়েছে। ছবি: অমিত সিং দেও

গত বৃহস্পতিবার থেকে জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। গতকালও হয়েছে। তবে শনিবার বৃষ্টির মাত্রা সবচেয়ে বেশি। ছবি: অমিত সিং দেও

এদিন সমগ্র জেলাজুড়েই বৃষ্টি হয়। থালা-বাটি হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। কুড়োতে থাকেন শিলা। ছবি: অমিত সিং দেও

এই বৃষ্টি গরম থেকে স্বস্তি তো দিয়েইছে, সেই সঙ্গে জলস্তর নিচে নেমে যাওয়ার হাত থেকেও বাঁচিয়েছে। তাছাড়া জঙ্গলজুড়ে আগুন নেভানোর কাজেও সহায়ক হবে এই বৃষ্টি। ছবি: অমিত সিং দেও