তুষার চাদরে মুখ ঢাকল দার্জিলিংয়ের টংলু, টুমলিং, সান্দাকফু। খবর মিলতেই উচ্ছ্বসিত পর্যটকরা।
সকালে দার্জিলিং-কালিম্পংয়ের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর হালকা বৃষ্টি। বিকেলে টংলু এলাকার তাপমাত্রা শূন্যের নিচে নামে। শুরু হয় ভারী তুষারপাত।
দার্জিলিংয়ের সোনাদা, ঘুম, বাতাসিয়া, চাটকপুর, টাইগারহিল এলাকায় হালকা বৃষ্টি চলছে। সেখানেও তুষারপাতের সম্ভাবনা প্রবল।
পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অসময়ের বৃষ্টিতে সবজি চাষের ক্ষতির শঙ্কা রয়েছে। বিশেষত আলু চাষিদের শিয়রে সংক্রান্তি দশা হয়েছে। ছবি ও তথ্য: বিশ্বজ্যোতি ভট্টাচার্য।
পূর্ব সিকিমের শেরথাং, ছাঙ্গু, নাথু-লা, জুলুক পুরু বরফের চাদরে মুখ ঢেকেছে। উত্তর সিকিমের ইয়ংথাং, গুরুদংমার লেক, কাটাও, জিরো পয়েন্ট এলাকার পথঘাট, গাছগাছালি বরফের আস্তরণে ঢাকা পড়েছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.