বেহালা দেবদারু ফটকের এবারের পুজোর থিম 'শব্দযাপন'। সৃজনে শিল্পী শুভদীপ ও সুমি মজুমদার। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
কোভিড পরিস্থিতিতে আগেই দর্শকশূন্য পুজো আয়োজনের কথা ঘোষণা করেছিল এই পুজোর উদ্যোক্তারা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
বেহালা ক্লাবকে এবার নিজের সৃজন ভাবনায় সাজিয়েছেন শিল্পী অদিতি চক্রবর্তী। থিমের নাম ‘দাক্ষ্যায়নী’। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
থিমভাবনার সঙ্গে ভারসাম্য রেখেই তৈরি বেহালা ক্লাবের প্রতিমা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
এবার বেহালা নূতন সংঘের নিবেদন 'নগর দর্পণ'। মণ্ডপ সজ্জার দায়িত্বে শিল্পী দেবোজ্যোতি জানা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
গতবারের মতো এবারও নূতন সংঘের প্রতিমা গড়েছেন স্বনামধন্য শিল্পী সনাতন দিন্দা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
প্রথমবার বেহালা ফ্রেন্ডসকে সাজিয়ে তোলার দায়িত্ব শিল্পী অনির্বাণ দাসের। তাদের এবারের থিম 'অঙ্কুর'। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
'পোড়ো বাড়ি'তে চাঁদের আলোর মতোই উজ্জ্বল দুর্গোৎসব। প্রতিমা গড়েছে অরুণ পাল অ্যান্ড সন্স। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
রবি ঠাকুরের ‘ঘরবন্দি’ অমলের হাত ধরে মুক্তির পথ খুঁজবে বেহালা নূতন দল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
এবার তাদের বিষয়ভাবনা ‘অমলের পুজো’। সৃজনে শিল্পী বিশ্বনাথ দে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.