Advertisement
Advertisement
bollywood Kisses

চুম্বন চর্চা! শুধু ধর্মেন্দ্র-শাবানা নয়, শাহরুখ-আমিরদের ‘লিপলক’ নিয়েও হয়েছে তুমুল জল্পনা

বি-টাউনের ঘনিষ্ঠতার এই ইতিহাস বেশ নিবিড়।

'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে আলিয়া-রণবীরের থেকে বেশি চর্চা ধর্মেন্দ্র-শাবানার চুম্বন নিয়ে হয়েছে। সিনেমা হলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা।

'লিপ টু লিপ কিস' করবেন না। 'যব তক হ্যায় জান' ছবিতে এই পণ ভেঙেছিলেন শাহরুখ। ক্যাটরিনা ঠোঁটে রেখেছিলেন নিজের ঠোঁট।

ব্রেকআপের মাঝেই 'জব উই মেট' সিনেমার শুটিং করেছিলেন শাহিদ-করিনা। তাঁদের এই নিবিড় চুম্বন নিয়ে বেশ চর্চা হয়েছিল।

প্রাক্তন প্রেমিক-প্রেমিকার চুম্বন দৃশ্য ফের খবরের শিরোনামে উঠে এসেছিল। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমায় যখন দীপিকার ঠোঁটে ঠোঁট রেখেছিলেন রণবীর কাপুর।

হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম দীর্ঘ চুম্বন আমির খান ও করিশ্মা কাপুরের। এক মিনিটেরও বেশি সময় ধরে এই দৃশ্য দেখা গিয়েছিল।

'রামলীলা'র সেটে প্রেমে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দু'জনের চুম্বন দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছিল সে সময়।