Advertisement
Advertisement
Samaj Sebi Sangha

সমাজ সেবী সংঘের খুঁটিপুজোয় চাঁদের হাট, এবছর কী চমক দেবে এই পুজো?

দক্ষিণ কলকাতার পুজোর মতো উত্তর কলকাতাতেও রবিবার ছিল পুজোর আমেজ।

খুঁটিপুজো দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল সমাজ সেবী সংঘে। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার-সহ অনেকে।

দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই পুজো মণ্ডপে রবিবার দিনভরই ছিল পুজোর মেজাজ। খুঁটিপুজোর পর একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনও করা হয়।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর চাকচিক্যের নেপথ্যে বহু মানুষ যুক্ত থাকেন। যাঁরা হয়তো ক্যামেরার আড়ালেই থেকে যান। প্রদর্শনীতে তাঁদের কথাই উঠে এসেছে।

প্রতিবারই পুজোতে নতুন নতুন থিম ভাবনায় মণ্ডপ সাজিয়ে তুলে চমক দেন উদ্যোক্তারা। সঙ্গে থাকে বিশেষ সামাজিক বার্তা। এবার 'সমাজ সেবী' বড় পরিসরে। এমনই ইঙ্গিত দিয়েছেন পুজো উদ্যোক্তারা।

এবছর শিল্পী কৃশানু পালের ভাবনায় সেজে উঠবে মণ্ডপ। তবে কোন পরিসরে 'সমাজসেবী' চমক দেবে, তা ক্রমশ প্রকাশ্য।

পুজোর অন্যতম উদ্যোক্তা অরিজিৎ মৈত্র জানালেন, কখনও দেশভাগের যন্ত্রণা ফুটে উঠেছে মণ্ডপসজ্জায়, তো কখনও দৃষ্টিহীনদের কথা ভেবে বিশেষ ভাবে তৈরি হয়েছে প্যান্ডেল। এবারের থিমের ঘোষণা হবে আগামী ১৫ আগস্ট।

দক্ষিণ কলকাতার পুজোর মতো উত্তর কলকাতাতেও রবিবার ছিল পুজোর আমেজ। কাশীবোস লেনে এদিন রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল।

চোখের আলোয় চক্ষুদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, সংবাদ প্রতিদিন-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস-সহ বিশিষ্টরা।