'সেক্রেড গেমস'-এ গণেশ গায়তোণ্ডে ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকির কুক্কুকে মনে আছে? এই চরিত্রে অভিনয় করেই সাড়া ফেলে দিয়েছিলেন কুবরা সৈত।
সলমন খানের হাত ধরেই বলিউডে এন্ট্রি এই অভিনেত্রীর। ক্যামেরার সামনে বোল্ড মেজাজে ধরা দেওয়া এই কুবরাই 'রেডি'তে অভিনয় করেছিলেন পরিচারিকার চরিত্রে।
'রেডি' সিনেমার পর বহু বছর স্ট্রাগল করেছিলেন কুবরা। অভিনেত্রীর ভাগ্যের শিঁকে ছেড়ে 'সেক্রেড গেমস' ওয়েব সিরিজে।
ক্যামেরার সামনে কোনও লুকোছাপা নেই কুবরার। একেবারে খোলামেলা মেজাজেই লেন্সবন্দি হয়েছেন। একটি বিজ্ঞাপনের জন্যই অভিনেত্রীর এই বোল্ড শুট।
গত বছর কাজল অভিনীত 'দ্য ট্রায়াল', 'শেহের লাখোট' সিরিজে দেখা গিয়েছে কুবরাকে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অ্যাকশন থ্রিলার সিনেমা 'দেবা'।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.