দীর্ঘ দেহ, ছিপছিপে শরীর। বলিউড নায়িকাদের থেকে কোনও অংশে কম যান না অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্যাব্রিয়েলার। ভারতে আসেন মডেলিংয়ের টানে। 'ইশক ঝামেলা', 'উপিরি' নামের দুটি সিনেমায় কাজ করেছেন গ্যাব্রিয়ালা। তার পর মডেলিং ও বিজ্ঞাপনেই মন দিয়েছেন।
শোনা যায়, মেহের জেসিয়ার সঙ্গে দুই দশকের দাম্পত্য ভাঙার পর নাকি গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের প্রেম শুরু হয়। এক বন্ধুর মাধ্যমে দুজনের পরিচয় হয়েছিল।
২০১৮ সালে অর্জুন-মেহের আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। ২০১৯ সালে তাঁদের ডিভোর্স হয়। সেই বছরই অর্জুন জানান গ্যাব্রিয়েলা তাঁর সন্তানের মা হতে চলেছে।
২০১৯ সালের জুলাই মাসে অর্জুন-গ্যাব্রিয়েলার প্রথম সন্তান আরিকের জন্ম হয়। ২০২৩ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা।
দুই ছেলের জন্মের পরও এমন মেদহীন চেহারা বজায় রেখেছেন গ্যাব্রিয়েলা। তাঁর শরীরের মাধুর্যে মুগ্ধ নেটদুনিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.