Advertisement
Advertisement
Janhvi Kapoor

হটনেস ওভারলোড! শ্রীদেবীকন্যা জাহ্নবীর শরীরী আস্কারায় বুঁদ নেটদুনিয়া

ছবি দেখলে লাগবে ছ্যাঁকা।

এমনিতে মিষ্টি মিয়ে। তবে সোশাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের দুষ্টুমিতে ভরা ছবির কমতি নেই। আর তাতেই মুগ্ধ অনুরাগীরা।

বলিউডে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে সোশাল মিডিয়ায় বিন্দাস শ্রীদেবীর এই কন্যা। শরীরের প্রতি ভাঁজে যৌবনের উসকানি।

মায়ের আদরে ও শিক্ষায় বড় হওয়া জাহ্নবীর। কিন্তু নিয়তির নিয়ম। প্রথম ছবি 'ধড়ক'-এর মুক্তির আগেই মাকে হারান অভিনেত্রী।

মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডের মাটিতে নিজের জায়গা পাওয়ার চেষ্টা করে চলেছেন জাহ্নবী। আবার দাক্ষিণাত্যেও সফর শুরু করেছেন।

আগামীতে দক্ষিণী সুপারস্টার রামচরণের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। নতুন এই সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি যেহেতু রামচরণের ১৬তম সিনেমা তাই প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে 'RC 16'।

অভিনয়ের পাশাপাশি নাকি চুটিয়ে প্রেমও করছেন জাহ্নবী। সূত্রের খবর মানলে, ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়াকেই মন দিয়েছেন শ্রীদেবীকন্যা। তাঁর সঙ্গেই নানা জায়গায় দেখা যায় অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।