Advertisement
Advertisement

Breaking News

Shalini Pandey

ভেজা শরীরে আলসেমির প্রশ্রয়, আমিরপুত্রের প্রথম ছবিতে দেখা যাবে এই সুন্দরীকে

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ঠোঁটঠাসা চুম্বনের জন্য খবরের শিরোনামে এসেছিলেন ইনি। কোন ছবি জানেন?

দিন দুয়েক আগে প্রকাশ্যে এসেছে আমির খানের ছেলে জুনেইদের প্রথম ছবি 'মহারাজ'-এর পোস্টার। সেই ছবিতেই দেখা যাবে দাক্ষিণাত্যের সুন্দরী নায়িকা শালিনী পাণ্ডেকে।

মধ্যপ্রদেশের মেয়ে হলেও শালিনীর সাফল্যের সূত্রপাত তেলুগু ও তামিল ছবিতে। যে ছবির রিমেক হিসেবে 'কবীর সিং' তৈরি করা হয়েছিল, সেই 'অর্জুন রেড্ডি'র নায়িকা এই অভিনেত্রী।

'অর্জুন রেড্ডি' শালিনীর প্রথম ছবি। ছবির মুক্তির পর নায়ক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর উষ্ণ রসায়ন এবং ঠোঁটঠাসা চুম্বন আলোচ্য বিষয় হয়ে উঠেছিল।

২০১৮ সালে 'মেরি নিম্মো'তে ক্যামিও চরিত্রে অভিনয় করেন শালিনী। 'মহানটী' ছবিতে তিনি হয়েছিলেন সুশীলা। ২০১৯ সালে তামিল-তেলুগু মিলিয়ে শালিনীর মোট পাঁচটি ছবি মুক্তি পায়।

বলিউডে নায়িকা হিসেবে শালিনীর আত্মপ্রকাশ 'জায়েশভাই জোরদার' ছবিতে। রণবীর সিংয়ের চরিত্র জায়েশ প্যাটেলের স্ত্রী মুদ্রার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে 'জায়েশভাই জোরদার'। তবে শালিনীর এখন পাখির চোখ যশরাজ ফিল্মসের নতুন ছবি 'মহারাজ'। আগামী ১৪ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিনেমা। ছবি: ইনস্টাগ্রাম।