Advertisement
Advertisement
Durga Puja 2020

উত্তর কলকাতার পুজো দেখা হয়নি? মহানবমীতে রইল পাঁচ নামজাদা প্যান্ডেলের ছবি

বেরিয়ে পড়ুন ভারচুয়াল ভ্রমণে।

১০

কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের মণ্ডপ এবার বলছে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কষ্টের কথা।

১০

ক্লাবের সভ্যবৃন্দদের হাতের ছোঁয়াতেই সেজেছে মণ্ডপ।

১০

কেষ্টপুরের আরেক পুজো মাস্টারদা স্মৃতি সংঘের এবারের বিশেষ আকর্ষণ কার্তিক রূপী সুশান্ত সিং রাজপুত। এভাবেই সম্মান জানানো হয়েছে প্রয়াত অভিনেতাকে।

১০

করোনা কালে গুরুত্ব পেয়েছে পটচিত্র। প্রতিমাও তৈরি সেই আদলেই।

১০

অরবিন্দ সেতুর এবছরের থিম ভাবনা সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' ছবিকে সামনে রেখে।

১০

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের হাত ধরে ফিরেছে অপু-দুর্গা। কিংবদন্তি পরিচালকের জন্ম শতবর্ষে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানানো হয়েছে।

১০

আহিরীটোলা যুবকবন্দকে এবার সাজিয়ে তুলেছেন শিল্পী প্রশান্ত পাল।

১০

এবার পুজো পরিক্রমায় ছেদ পড়ে থাকলে দেবী দুর্গার ভারচুয়াল দর্শন সেরে ফেলতেই পারেন।

১০

আহিরীটোলার আর একটি নামজাদা পুজো আহিরীটোলা সর্বজনীন। সূর্য মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।

১০ ১০

মূর্তির মধ্যেও তাই রয়েছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন।