দমদম তরুণ দলের এবারের থিম উমা বাটি। সৃজনে শিল্পী দেবতোষ কর। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
নিজেদের ক্লাবের পুজোর পাশাপাশি সুন্দরবনের দু'টি দুর্গাপুজো আয়োজনের দায়িত্ব নিয়েছেন উদ্যোক্তারা। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
অতিমারীকে হারিয়ে কল্লোলিনীর জেগে ওঠার আখ্যানই দমদম পার্ক ভারতচক্রের পুজো ভাবনা। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
প্রথমবার এই পুজোকে সাজিয়েছেন শিল্পী অনির্বাণ দাস। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
নিউ নর্মালে পালটে দেওয়ার ডাক, সতর্ক হয়েই আনন্দে ভাসছে দমদম পার্ক তরুণ সংঘ। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
এবছর তাদের থিম ‘চলো পালটাই’। নেপথ্যে শিল্পী পরিমল পাল। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
দমদম পার্ক সর্বজনীনের এবারের থিম বিনির্মাণ। সাজিয়েছেন শিল্পী কৃশানু পাল। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
এখানে দর্শনার্থীরা তাঁদের নিজের মতো করে দেখে নিতে পারবেন তাঁদের মননের দুর্গাকে। তাই অনুভবের বিষয়টি দর্শকদের হাতেই ছেড়েছেন শিল্পী। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
দুঃসময় কাটিয়ে ‘আগামী’র পথে এগিয়ে চলার ডাক দিয়েছে চোরবাগান সর্বজনীন। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
মণ্ডপসজ্জায় শিল্পী বিমাল সামন্ত। মা'কে রূপ দিয়েছেন প্রতিমা শিল্পী নবকুমার পাল। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.