ছুটির তাগিদে বরফের দেশে পাড়ি দেন দেব। ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। একদিকে শ্বেতশুভ্র বরফের দেওয়াল, অন্যদিকে জ্বলন্ত লাভা।
প্রায় হাজার বছরের পুরনো এই বরফের গুহা। একটি ছবি তো টলিউড সুপারস্টারকে তুলতেই হতো!
যেদিকে চোখ যায় শুধুই বরফ। মাঝে একা দেব। কমলা স্যুট দেখে অবশ্য বোঝার উপায় নেই। কিন্তু এই স্যুটের অন্দরেই রয়েছেন টলিউড সুপারস্টার।
'এমনি' বলে অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেব। এ ছবি যেন তারই প্রতীক। শোনা যায়, আইসল্যান্ডে ছবিটি তোলা।
"সাতরঙা রামধনুতে সাজাবো যতনে, ছবিতেই রেখে দেব মনের কোণে"- দেবের পোস্ট করা এই ছবিটি দেখে একথা মনে হতেই পারে।
অরোরা বোরিয়ালিস বা সুমেরু জ্যোতি। পৃথিবীর এই আশ্চর্যের সাক্ষী ছিলেন দেব।
শুধু বরফের দেশে নয় প্যারিসেও গিয়েছিলেন দেব। আইফেল টাওয়ার সামনে দিব্যি পোজ দিয়েছেন তারকা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.