সিরিয়ালের দুনিয়ায় কখনও মিষ্টি মেয়ে, আবার ভয়ংকর 'ভ্যাম্প' হয়েছেন। তবে সোশাল মিডিয়ায় সোমাশ্রী ভট্টাচার্য বিন্দাস।
'ইকির মিকির', ‘করুণাময়ী রাণী রাসমণি’, 'তোমাদের রাণী'র মতো সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছেন সোমাশ্রী।
বছর দুয়েক আগে প্রেমিক শুভময়ের সঙ্গে আইনি বিয়ে সারেন সোমাশ্রী। তার পরের বছরই আনুষ্ঠানিক বিয়ে হয় ধুমধাম করে।
স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চোধুরী অভিনীত 'নিখোঁজ' ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল সোমাশ্রীকে। সিরিজের পরিচালক অয়ন চক্রবর্তী।
সোশাল মিডিয়ায় বরাবর সক্রিয় সোমাশ্রী। বোল্ড মেজাজে একাধিকবার ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।
অভিনেত্রীর শরীরে আবার রয়েছে প্রজাপতির ট্যাটু। যেন তার মতোই কুক্ষিগত চিন্তার খোলস ছেড়ে বেরিয়ে জীবনকে উপভোগ করতে চান তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.