Advertisement
Advertisement

Breaking News

Celebrities Autoimmune diseases

সামান্থা একা নন, অটোইমিউন রোগে ভুগেছেন সলমন খানও, আর কে কে ভুক্তভোগী?

২০০১ সালে সলমন জানান, তাঁর ট্রাইজেমিনাল নিউরালজিয়া রয়েছে।

মায়োসাইটিস নামের এক বিরল অটোইমিউন কন্ডিশন রয়েছে তাঁর। গতকাল অর্থাৎ শনিবার এমনটাই জানিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা।

নেটদুনিয়া মারফত তথ্য অনুযায়ী, অটোইমিউন কন্ডিশনে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাল ও সবল কোষগুলিকেই শত্রু মনে করে আক্রমণ করে বসে। ফলে ক্লান্তভাব, পেশিতেও প্রবল ব্যথা-সহ নানা সমস্যা দেখা যায়।

সামান্থার মতো অনেক তারকাই অটোইমিউন সমস্যায় জর্জরিত। এই তালিকায় সবার আগে সলমন খানের নাম নেওয়া যায়। ২০০১ সালে সলমন জানান, তাঁর ট্রাইজেমিনাল নিউরালজিয়া রয়েছে। এটি বেদনাদায়কভাবে নার্ভকে প্রভাবিত করে। যার ফলে মুখে অসম্ভব ব্যথা হয়।

টাইপ -১ ডায়াবেটিস রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের। এই সমস্যা প্যানক্রিয়াস থেকে কোনও ইনসুলিনই পাওয়া যায় না।

ক্রনিক অটো-ইমিউন রোগ লুপাস (সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস) হয়েছিল জনপ্রিয় মার্কিন গায়িকা সেলেনা গোমেজের। ২০১৫ সালে নিজের এই রোগের কথা সেলেনা জানিয়েছিলেন। একবার এই রোগ হলে নাকি মৃত্যু পর্যন্ত ওষুধ খেয়েই যেতে হয়।

থাইরয়েড গ্রন্থিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় হাশিমোটো বা হাশিমোতোর মতো অটোইমিউন রোগ। ২০১৬ সালে এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানান জনপ্রিয় মার্কিন মডেল তথা টেলিভিশন তারকা গিগি হাদিদ।

জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা আবার ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত। দীর্ঘমেয়াদি এই শারীরিক অসুস্থতার জেরে মাংসপেশী ও অস্থিসন্ধিগুলিতে প্রবল জ্বালা-যন্ত্রণা হয়।