Advertisement
Advertisement

নেটদুনিয়ায় দারুণ জনপ্রিয় মোহনবাগানের শুভাশিসের স্ত্রী, চেনেন লাস্যময়ীকে?

কোন পেশায় কিয়ানের প্রেমিকা? প্রীতমের হবু স্ত্রীরই বা পরিচয় কী? দেখুন অ্যালবাম।

১০

ট্রফি জয়ের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা মাঠেই সেলিব্রেশনে মেতে ওঠেন পরিবারের সঙ্গে। কখনও প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখেন তো কখনও স্ত্রীকে আলিঙ্গন করেন। মোহনবাগান আইএসএল ট্রফি জিততে যেন বিদেশি ফুটবলের সেই ছবিটাই ফিরেছিল গোয়ায়।

১০

মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরই স্বামী তথা সবুজ-মেরুন ডিফেন্ডার শুভাশিসের ঠোঁটে চুমু খেলেন কস্তুরী ছেত্রী। তারপরই প্রশ্ন উঠছে কে এই লাস্যময়ী? ফিটনেস স্টুডিয়ো চালান কস্তুরী। তাঁর টোনড ফিগার নজর কাড়ে নেটিজেনদেরও।

১০

গত বছরই কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশিস। ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে বেশ কিছু ছবি রয়েছে। কখনও তাঁরা পাহাড়ের কোলে পোজ দিয়েছেন তো কখনও ঠোঁটে ঠোঁট রেখেছেন।

১০

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় শুভাশিসের স্ত্রী। কখনও মনোকিনি তো কখনও টাওয়াল জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে উষ্ণতা ছড়ান তিনি। ইনস্টাগ্রামে প্রায় এক লক্ষ ফলোয়ার তাঁর। কস্তুরীর স্টাইল স্টেটমেন্ট মাত দিতে পারে বড় বড় মডেলকেও।

১০

নিয়মিত শরীরচর্চা যে করেন কস্তুরী, তা আর বলার অপেক্ষা রাখে না। জিমে কসরতের নানা ভিডিও-ও পোস্ট করেছেন কস্তুরী।

১০

মোহনবাগানের আইএসএল ট্রফি জয়ের দিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কস্তুরী। ক্যাপশনে লেখেন ‘চ্যাম্পিয়ন্স’। সেসব ছবি ভাইরাল হওয়ার পর থেকেই চর্চায় শুভাশিসের স্ত্রী।

১০

মোহনবাগানের তরুণ তারকা কিয়ান নাসিরিকেও ফাইনালের দিন দেখা গিয়েছিল প্রেমিকার সঙ্গে। তিনি মিহিরা সিং। পেশায় ভলিবল প্লেয়ার এবং ডিজিটাল ক্রিয়েটার। বয়ফ্রেন্ডের জন্য গলা ফাটাতে পৌঁছে গিয়েছিলেন গোয়ায়। আজ জিততেই কিয়ানের সঙ্গে রোম্যান্টিক পোজে বসে ছবিও তোলেন।

১০

তবে শুধু তিনিই নন। দেখা মেলে প্রীতম কোটালের বান্ধবী তথা হবু স্ত্রী সোনেলা পালেরও। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। ভারতসেরা হওয়ার পর ফেসবুকে প্রীতমের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সোনেলা।

১০

বিয়ে হয়ে গিয়েছে বাগানের বিদেশি তারকা হুগো বুমোরও। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে বুমোর ছবিও এখন সবুজ-মেরুন ভক্তদের চর্চায় উঠে এসেছে।

১০ ১০

দিমিত্রি পেত্রাতসেরও স্ত্রী ও দুই সন্তান নিয়ে হ্যাপি ফ্য়ামিলি। ইতিমধ্যেই কলকাতা ঘুরে গিয়েছে অজি স্ট্রাইকারের ঘরনি। আপাতত ছুটি কাটাতে বাড়ি ফিরেছেন পেত্রাতস।