Advertisement
Advertisement

Breaking News

Brigade

মোদির ডাকেই ভরল মাঠ, দেখে নিন মেগা ব্রিগেডের নানা মুহূর্তের ছবি

'৫৬ ইঞ্চির ছাতি' নিয়ে হাজির এক বিজেপি সমর্থক।

১০

বেলা ২টোর পর মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সকাল থেকেই শহরের সব মুখ ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকেই।

১০

'পরিবর্তনে'র আশায় বুক বেঁধে দূর-দূরান্ত থেকে হাজির বিজেপি সমর্থকরা। বিরাট পদ্ম ফুল মাথায় নিয়েই এলেন এক ভক্ত।

১০

জল্পনার অবসান ঘটিয়ে ব্রিগেডের মঞ্চ থেকেই গেরুয়া শিবিরে যোগ দিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।

১০

৫৬ ইঞ্চির ছাতি। বুকে মোদির ছবি এঁকে ব্রিগেডে নজর কাড়লেন এই ভক্ত। একইসঙ্গে তাঁর গায়ে লেখা, শিক্ষা ও চাকরির জন্যই বাংলায় বদল চান।

১০

ব্রিগেড মানেই খাওয়া-দাওয়া। মাঠের একদিকেই হল রান্নার আয়োজন। পাত পেরে খেলেন কর্মী-সমর্থকরা।

১০

শহরজুড়ে গেরুয়া হাওয়া। রবিবারের সকালে হাওড়া ব্রিজের ছবিটা ছিল এরকম।

১০

নরেন্দ্র মোদির ডাকেই ভরল ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ড। জীবনে এত বড় সমাবেশে কখনও বক্তব্য রাখেননি। মেনে নিলেন নমোও।

১০

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাঠ ভরালেন জনতা। একুশের ভোটে বিজেপির জয় দেখার আশায় তাঁরা।

১০

বডি পেন্টিং ছিল এদিনের অন্যতম আকর্ষণ। মোদির জয়গান ছাড়াও তুলির টানে নিজেদের চাহিদার কথাও জানালেন বিজেপি সমর্থকরা।

১০ ১০

শীতল ছায়া। ব্রিগেডের বিরাট ভিড় এড়াতে গাছের উপর বসেই নরেন্দ্র মোদির ভাষণ শুনলেন বহু সমর্থক।