রাজনৈতিক রং ভুলে রবিবার দোল উৎসবে একসঙ্গে মেতে উঠলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর সঙ্গে দোলের সকালটা হইহুল্লোড় করে কাটালেন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
দোলের দিন নিজের কেন্দ্র বারাকপুরে রঙিন প্রচার রাজ চক্রবর্তীর। আক্ষরিক অর্থেই সমর্থকরা রং মেখে দোল যাত্রায় বেরিয়েছিলেন তাঁর সঙ্গে। অনুরাগীদের সেলফি তোলার আবদারও মেটালেন পরিচালক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর থেকে কঠিন লড়াই রুদ্রনীল ঘোষের। দোলের দিনেও তাই প্রচার থেকে ছুটি নিলেন না।
ঢোল বাজিয়ে কচিকাঁচাদের সঙ্গে রঙের খেলায় মাতলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
গেরুয়া আবির গায়ে লাগিয়ে দলীয় কর্মীদের সঙ্গে খুশির মেজাজে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।
রাঙিয়ে দিয়ে যাও... বিয়ের পর প্রথম দোল। ইনস্টাগ্রামে হোলি স্পেশ্য়াল ভিডিও পোস্ট করলেন ছোটপর্দার অতি চেনা মুখ তৃণা সাহা।
তারকেশ্বর থেকে লড়ছেন বিপেজি প্রার্থী স্বপন দাশগুপ্ত। দোলের দিনে রঙিন প্রচার সারলেন তিনিও।
নিজে লড়ছেন না। তবে দলীয় প্রার্থীদের হয়ে দিনরাত প্রচার করছেন। তারই ফাঁকে ভিডিও পোস্ট করে অনুরাগীদের দোল উৎসবের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী।
১ এপ্রিল ভাগ্য বাক্সবন্দি হবে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার। তার আগে হালকা মেজাজে বাচ্চাদের সঙ্গে দোল সেলিব্রেট করলেন টলিপাড়ার নায়িকা।
ফাগুন লেগেছে বনে বনে...
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.