রবিবার জীবনের নতুন বছরে পা রাখলেন ঋতাভরী চক্রবর্তী। কাছের মানুষদের সঙ্গে নিয়েই দিনটা উদযাপন করলেন অভিনেত্রী।
বহু বছর থেকে 'আইডিয়াল স্কুল অফ দ্য ডেফ'-এর সঙ্গে যুক্ত ঋতাভরী। সেখানকার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে মাতলেন সেলিব্রেশনে।
অভিনেত্রীর জন্মদিনের ভূরিভোজের আয়োজনও হয়েছিল। ছিল তাঁর পছন্দের বিরিয়ানি এবং চকোলেট। আর ছিল ম্যাজিক শো।
তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মূক ও বধির এই শিশুরা। ছবির পোস্ট করে এমনটাই জানান ঋতাভরী।
যতদিন সাধ্য থাকবে ততদিন যেন বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে এভাবেই থাকতে পারেন এই কামনাই করলেন অভিনেত্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.