বছরের প্রথম দিনই রবিবার। বাংলা ছিল ছুটির মেজাজে। ভিক্টোরিয়ার সামনে ভিড় ছিল চোখে পড়ার মত।
লাল-নীল-হলুদ-সবুজ - নানা রঙের পোশাক পরে লোকজন এসেছিলেন চিড়িয়াখানায়।
দর্শকদের দেখে বেশ খুশি গজরাজ। যেন খাঁচার ভিতর থেকেই বন্ধুত্ব পাতাতে চাইছিল।
শীতের পিকনিকে কমলালেবুর বড় কদর। তা আবার এক বহুরূপীর হাতে তুলে দিলেন ময়দানে পিকনিক করতে আসা দল।
'কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ', সবুজ ঘাসে ছোটবেলার এই খেলাও বেশ জমে উঠেছিল।
আইসক্রিমের মিষ্টি স্বাদ যেন আরও মিষ্টি লাগে যদি কাঁধের উপর পছন্দের মানুষটির হাত থাকে।
নতুন বছরের প্রথম সকালে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ে দক্ষিণেশ্বরে।
রবিবার সকালে বিশেষ মঙ্গলারতি হয়েছে কাশীপুর উদ্যানবাটিতে।
দিনভর চলে পূজাপাঠ, রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়ে আলোচনা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.