মাদক মামলায় জামিন পাওয়ার পর শনিবার জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। আর কোনও চিন্তা নেই, এই ভাবনাতেই যেন হ্যালোইন পার্টিতে মজেছেন শাহরুখকন্যা সুহানা
সবাই পার্টি করবে তাহলে দেখবে কে? এমনই যেন ভাব করিনাপুত্র তৈমুর আলি খানের। স্যুইমিং পুলের সামনে ছেলে এই ছবিটি আপলোড করেই হ্যালোইনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা।
দাদা তৈমুর যখন জলকেলিতে ব্যস্ত, ছোট্ট ইনায়া চুটিয়ে হ্যালোইন পালন করছে। মেয়েকে সঙ্গ দিতে সোহা-কুণালও ভূতের বেশ ধারণ করেছেন।
মাথায় গোলাপি চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। চিনতে পারছেন এই মহিলাকে? ইনিই বাংলাদেশের অভিনেত্রী তথা সৃজিতপত্নী মিথিলা। বন্ধুদের সঙ্গে চুটিয়ে হ্যালোইন পার্টি করেছেন।
বিপাশা বসু যা করেন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গেই করেন। হ্যালোইনেও তার অন্যথা হয়নি। পার্টিতে যাওয়ার আগেই স্বামীর সঙ্গে এই ছবিটি পোস্ট করেন অভিনেত্রী।
যাঁরা দেশের হয়ে ২২ গজে খেলেন, তাঁরা আবার হ্যালোইনও পালন করেন। সন্তানদের নিয়ে পার্টিতে মজেছিলেন বিরাট-রোহিতরা।
এমন ভয়ংকর রূপে সাজতে হবে যা দেখে শিউরে উঠবে সকলে। তবেই তো স্বার্থক আপনার হ্যালোইন লুক! এটাই বোধহয় বিশ্বাস করেন করণ ট্যাকার। তাই বীভৎস এই রূপেই হ্যালোইনের শুভেচ্ছা জানিয়েছেন।
জঙ্গলের মাঝে যেন কোনও অশরীরী! হিন্দি টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের হ্যালোইন স্পেশ্যাল ছবি দেখে একথা মনে হতেই পারে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.