Advertisement
Advertisement

Breaking News

Independence Day

তেরঙ্গায় রেঙে উঠল কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেখুন Independence Day’র নানা মুহূর্ত

১৪,০০০ ফুট উচ্চতায় লাদাখে স্বাধীনতা দিবস পালন করলেন ITBP।

১১

স্বাধীনতা দিবসে তেরঙ্গায় ঢাকল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ছবি: অরিজিৎ সাহা

১১

স্বাধীনতা দিবসে রাজভবনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়। ছবি: অরিজিৎ সাহা

১১

১৪০০০ ফুট উচ্চতায় লাদাখে স্বাধীনতা দিবস পালন করল ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বা ITBP।

১১

লালকেল্লায় প্রথমবার পতাকা উত্তোলনের সময় আকাশ থেকে হল পুষ্পবৃষ্টি। এর পরই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১১

জব্বলপুরে ক্যামেরাবন্দি মহিলা পুলিশ বাহিনীর প্যারেড।

১১

স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গায় সাজল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন।

১১

অসমের করোনাবিধি মেনে সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালিত হল গুয়াহাটিতেও।

১১

জয়পুরেও ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন। প্রাসাদ বদলে গেল তেরঙ্গায়।

১১

ব্যতিক্রম নয় বাংলাও। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো ভিড় জমায় রেড রোডে।

১০ ১১

গেরুয়া, সাদা, সবুজ। স্বাধীনতা দিবস উপলক্ষে পালটে গেল রাষ্ট্রপতি ভবনের রংও।

১১ ১১

স্বাধীনতার ৭৫ বছরে ভিক্টোরিয়ায় উড়ল ৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকা।