Advertisement
Advertisement

Breaking News

Shivratri 2023

তারকেশ্বর থেকে বর্ধমানের ১০৮ শিবের মন্দির, মহা ধুমধামে রাজ্যে পালিত শিবরাত্রি, দেখুন ছবি

বর্ধমানের রাস্তায় শিবের সাজে বহুরূপীদেরও দেখা যায়।

সারা দেশের মতো বাংলার বিভিন্ন প্রান্তেও মহাশিবরাত্রি পালিত হচ্ছে। শিবের পুজোর পর নন্দীর কানে মনের ইচ্ছে জানাচ্ছেন দুই তরুণী।

বর্ধমানের মন্দিরে ধুমধাম করে হয়েছে শিবরাত্রির আয়োজন। সেখানেই হচ্ছে এই বিশাল যজ্ঞ।

শিবরাত্রি উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নামে।

বিশেষ এই দিনটিতে ভক্তদের জন্য তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ সারাদিন সারারাত খোলা রাখা হয়।

শিবরাত্রির দিন বর্ধমানের ১০৮ শিব মন্দিরে ভক্তদের সমাগম হয়। সেখানেই এই সেলফি তোলার হিড়িক।

শিবের সাজে বহুরূপী। বর্ধমানের রাস্তাতেই দেখা গেল এই দৃশ্য।

শাস্ত্র অনুযায়ী, মহাশিব ও পার্বতীর মিলনের মুহূর্ত সূচিত হয় এই মহাশিবরাত্রির তিথিতেই। যা সৃষ্টি আর সমন্বয়ের প্রতীক।

এদিন উপবাসরত অবস্থায় শুদ্ধচিত্তে, শুদ্ধবস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন।