"আনন্দে ভরুক মন প্রাণ, ভাল কাটুক আগামী দিনগুলো", বসন্তোৎসবের শুভেচ্ছা জানিয়ে এই কামনাই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রঙিন মেজাজে ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
সাদা-কালো ছবি পোস্ট করে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন দেব। তবে তাঁর প্রেমিকা রুক্মিণী বেশ রঙিন ছবিই আপলোড করেছেন।
দোলের অবসরে 'ফুডকা'কে সঙ্গে নিয়ে ভাঙের সরবত করেছেন পান। তাই মীর আফসার আলি কণ্ঠ ছেড়ে ধরেছেন গান।
দোলের পাশাপাশি শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান। তাঁর বনুয়া মিমি চক্রবর্তী আবার রঙের উৎসব পালন করেছেন হলুদ শাড়ি পরে।
সবুজ-লালের আবহে বসন্তোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন চক্রবর্তী। গোলাপি আবিরে হাত রাঙিয়েছেন ইশা সাহা।
টলিউড যখন দোল উৎসবে মেতেছে, বলিউডে তখন হোলির আনন্দ। হলুদ আবির মাখিয়ে স্ত্রী জয়া বচ্চনকে শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন।
বিয়ের পর প্রথম হোলি। স্বামী ভিকি কৌশলের পরিবারের সঙ্গে চুটিয়ে রং খেলেছেন ক্যাটরিনা কাইফ।
ছোট ছেলেকে সঙ্গে নিয়ে সমুদ্রের পারে বালির প্রাসাদ তৈরি করে হোলির দিনটা কাটালেন ক্যাটরিনা কাইফ।
হোলিতে চুটিয়ে আনন্দ করেছেন সোহা আলিয়া খান। মেয়ে ইনায়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গেও খেলেছেন রং।
গ্যাব্রিয়েলা ও ছেলের সঙ্গে দিনটা কাটালেন অর্জুন রামপাল। বোন শগুন ও প্রেমিক ম্যাথিয়াস বো'র সঙ্গে রং খেললেন তাপসী পান্নু।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.