মা মানেই গোটা একটা পৃথিবী। মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবিটি আপলোড করেছেন টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মা মানেই নিরাপত্তা, সন্তানের আশ্রয়স্থল। নিজে যখন মা হয়েছেন, তখন এই শব্দের গুরুত্ব আরও বেশি করে উপলব্ধি করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেকথা জানিয়েই আপলোড করেছেন ছবিগুলি।
তাঁর জীবনে মায়ের কোনও বিকল্প নেই। এই ছবিগুলি আপলোড করে একথাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
অর্পিতা চট্টোপাধ্যায়ের কাছে প্রত্যেক দিনই মাতৃদিবস। বিশ্বের সমস্ত মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
মায়ের বুকেই সমস্ত শান্তি। এই ছবিটি আপলোড করে যেন একথাই বলতে চেয়েছেন শ্রীলেখা মিত্র।
মাতৃদিবসে ছবি পোস্ট করেছেন বলিউড তারকারাও। নিজের মায়ের পাশাপাশি স্ত্রী ক্যাটরিনার মায়ের ছবিও আপলোড করেছেন ভিকি কৌশল।
শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্কও বেশ ভাল। সোনি রাজদান এবং নীতু কাপুরের সঙ্গে এই ছবিটি আপলোড করেছেন রণবীরপত্নী।
দুই ছেলেকে জড়িয়ে ধরে তোলা এই ছবিটি মাতৃদিবসে পোস্ট করেছেন করিনা কাপুর।
মা অমৃতা সিংয়ের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেছেন সইফকন্যা সারা আলি খান।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.