দশকের গোড়ার দিকে ক্রিকেটকে বিদায় জানালেও ২০১১ বিশ্বকাপ এবং ২০১০ সালে ভারতীয় ক্রিকেটে শচীনের অবদান অনস্বীকার্য। তাই দশক সেরা একাদশের প্রথম ওপেনার হিসেবে ঠাঁই পেলেন ক্রিকেট ঈশ্বর।
দলে দ্বিতীয় ওপেনার রোহিত শর্মা। বিরাট কোহলির পর বর্তমান ভারতীয় দলের সবচেয়ে নিয়মিত এবং সফল ব্যাটসম্যান।
আদতে ওপেনার হলেও তিন নম্বরে ব্যাট করেও যথেষ্ট সফল গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপেও এই পজিশনেই ব্যাট করতেন তিনি। বিশ্বকাপ ফাইনালে তাঁর ইনিংস অবিস্মরণীয়।
বর্তমান ভারতীয় অধিনায়ক এই দশকের সবচেয়ে সফল ব্যাটসম্যান। বর্তমানে ৩ নম্বরে ব্যাট করলেও গোড়ার দিকে চার নম্বরে খেলতেন বিরাট।
সীমিত ওভারের ক্রিকেটে দেশের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপ এবং তার পরেও দুর্দান্ত খেলেছেন যুবি।
ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন। আমাদের দশক সেরা একাদশেও অধিনায়ক মাহিই।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন রবীন্দ্র জাদেজা। আমাদের দশক সেরা একাদশে অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন জাড্ডু।
ভারতের অন্যতম সেরা স্পিনার। প্রয়োজনে ব্যাট হাতেও কামাল দেখাতে পারেন হরভজন সিং। আমাদের দশক সেরা একাদশের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ভাজ্জি।
ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসারদের মধ্যে অন্যতম জাহির। ২০১১ বিশ্বকাপে ধোনির সবচেয়ে বিশ্বস্ত সৈনিক ছিলেন জ্যাক। দলের এক নম্বর পেসার হিসেবে জায়গা পাচ্ছেন তিনি।
কিংবদন্তি পেসার।বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। দলের দ্বিতীয় পেসার হিসেবে জায়গা পেয়েছেন নেহেরা।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার। আমাদের দশক সেরা একাদশের তৃতীয় পেসার ও শেষ সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন জশপ্রীত বুমরাহ।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.