জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। যদিও অমাবস্যা তিথি গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে উদয় তিথি অনুসারে আজ অমাবস্যা পালন হবে।
শাস্ত্রে রয়েছে, এই তিথিতে মায়ের পুজো করলে মা সকলের মন্দ কর্মফল হরণ করে অভিষ্ট ফল ও মোক্ষ প্রদান করেন।
রামকৃষ্ণ মিশনে ফলহারিণী অমাবস্যা খুব ধুমধাম সহকারে পালিত হয়। কারণ ১২৮০ বঙ্গাব্দের ১৩ই জৈষ্ঠ ফলহারিনি কালীপুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মা সারদাদেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন, যা আধ্যাত্মিক ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।
সেদিন তিনি শ্রী মা সারদা দেবীকে ষোড়শো উপচারে পুজো করে ভোগও নিবেদন করেছিলেন ঠাকুর।
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কেন্দ্রে ফলহারিনী অমাবস্যার দিন ষোড়শী পুজো করা হয়।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে পুজো করে তার সাধনার সমস্ত ফল তাকে অর্পণ করেছিলেন। নিয়ম মেনে বেলুড়মঠে উদযাপন হল ফলহারিণী আমাবস্য়া।
অনেকেই এই অমাবস্যা তিথিতে মাকে বিশেষ কোনও ফল নিবেদন করে নিজের মনস্কামনা জানায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.