Advertisement
Advertisement

অভিনয়ে মন নেই! আচমকা ফুড ব্লগার হওয়ার সাধ কার্তিক আরিয়ানের, কিন্তু কেন?

অভিনেতা নিজে সোশাল মিডিয়ায় এই ইচ্ছে প্রকাশ করেছেন।

আচমকা হলটা কী কার্তিক আরিয়ানের। সোশাল মিডিয়ায় ফুড ব্লগার হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। অভিনয়ে কি আর মন নেই তাঁর?

আছে, কার্তিকের মনে অভিনয়ের জায়গা অবশ্যই রয়েছে। তার সঙ্গেই আবার রয়েছে 'চিট ডে'তে পেটপুরে খাওয়ার মজা। সেই আনন্দেই রসিকতা করে এমন ইচ্ছে প্রকাশ করেছেন তারকা।

মহিলাদের আইপিএল অর্থাৎ উইমেন'স প্রিমিয়ার লিগের উদ্বোধনে পারফর্ম করতে বেঙ্গালুরু গিয়েছিলেন কার্তিক। সেখান থেকেই এই পেটপুজোর ছবি শেয়ার করেন।

ধোসা, পায়েসম থেকে ফিল্টার কফি, কিছুই বাদ দেননি কার্তিক। সব খেয়েছেন পেটপুরে। আর সেই ছবি শেয়ার করেছেন নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে।

ছবির ক্যাপশনে কার্তিক লিখেছেন "বেঙ্গালুরুর এই দারুণ সুস্বাদু খাবারগুলো খেয়ে আর ঐতিহ্যবাহী দোকানগুলো দেখে ভাবছি এবার ফুড ব্লগার হয়ে যাই।"

অবশ্য, অভিনেতাকে আপাতত 'চন্দু চ্যাম্পিয়ন'-এর প্রচারে মন দিতে হবে। কবীর খানের পরিচালনায় এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।