Advertisement
Advertisement
Janmashtami

Janmashtami: কোভিডবিধি মেনেই দেশজুড়ে পালিত গোপালের জন্মদিন, দেখুন রঙিন সব ছবি

শোভাবাজার রাজবাড়িতে এদিন সকাল থেকেই গোপালের পুজো শুরু হয়ে যায়।

১০

আজ, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই সেজে উঠেছে রাধা-কৃষ্ণের মন্দির।

১০

কলকাতার শোভাবাজার রাজবাড়িতে এদিন সকাল থেকেই গোপালের পুজো শুরু হয়ে যায়। থালায় সাজিয়ে দেওয়া হয় গোপালের পছন্দের ভোগ। ছবি: অরিজিৎ সাহা

১০

ঠিক যেন ছোট্ট গোপাল। হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ বেশে নজর কাড়ছে খুদেরা।

১০

রবিবার থেকেই জন্মাষ্টমী উপলক্ষে প্রয়াগরাজের ইশকনে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। পুজো দেওয়ার লম্বা লাইন মন্দিরের বাইরে।

১০

কলকাতার ইশকনে অবশ্য করোনার জেরে ভিড় তুলনামূলক ভাবে অনেকটাই কম। কোভিডবিধি মেনেই গোপাল দর্শনে হাজির দর্শনার্থীরা।

১০

জন্মাষ্টমীর পুজো...। দই-দুধ-ঘি দিয়ে স্নান করছেন গোপাল।

১০

চলতি মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সে কথা মাথায় রেখেই পালিত হচ্ছে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান। ব্যতিক্রম হল না জন্মাষ্টমীতেও।

১০

মেয় নেহি মাখন খায়ো...। জন্মাষ্টমীতে ওই খুদেরাও কি সে কথাই বলছে?

১০

পুজো দেখতে মথুরার মন্দিরে হাজির দর্শনার্থীরা।

১০ ১০

অনুরাগীদের ফের উপহার ওড়িশার বালুশিল্পীর। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন সুদর্শন পট্টনায়েক।