Advertisement
Advertisement

Breaking News

নির্বিঘ্নে শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়লেই কড়া পদক্ষেপ

প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রে থাকছে ইউনিক কোড।

শুরু উচ্চমাধ্যমিক। রাজ্যজুড়ে ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।

উচ্চমাধ্যমিকে মোট ৬০ বিষয়ের প্রশ্নপত্র তৈরি হয়েছে চারটি ভাষায়, বাংলা, ইংরেজি, হিন্দি ও অলিচিকি। গত বছরের ১১টির সঙ্গে আরও দু’টি যুক্ত করে মোট ১৩টি বিষয়ে অলচিকিতে প্রশ্নপত্র হয়েছে এবার। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।

সব বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। একজন পরীক্ষার্থী যে প্রশ্নপত্র পাবেন, সেই প্রশ্নপত্রের ইউনিক সিরিয়াল নম্বরটি তাঁকে নিজের উত্তরপত্রের উপরে লিখতে হবে। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।

প্রশ্নপত্রের অন্যান্য পাতাতে লুকনো থাকবে প্রশ্নপত্রের নির্দিষ্ট সিরিয়াল নম্বর। যার মাধ্যমে কোনও প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বাইরে বেরোলেই ট্র্যাকিং করে প্রশ্নপত্রটি কার, তা চিহ্নিত করে ফেলবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ বা কোনওরকম বৈদ্যুতিন যন্ত্র রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্র চত্বরে বা পরীক্ষার রুমে কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তাঁর এ বছরের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।

প্রতিটি পরীক্ষাকেন্দ্রের গুরুত্বপূর্ণ দু’টি স্থানে সিসিটিভি নজরদারি, স্পর্শকাতর হিসাবে চিহ্নিত ১৭৬টি পরীক্ষাকেন্দ্রের প্রতিটিতে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরও ভ্রাম্যমান পদ্ধতিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।

পরীক্ষাকেন্দ্রে বাইরে জারি ১৪৪ ধারা। খোলা থাকবে না কাছাকাছি কোনও জেরক্সের দোকান।  কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে কোনও অবাঞ্চিত ব্যক্তি যাতে প্রবেশ না করেন, তাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সংসদ। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।