Advertisement
Advertisement

Breaking News

Summer

গ্রীষ্মের দাবদাহে জেরবার পশুপাখিরা, কীভাবে মিলছে স্বস্তি? দেখুন অ্যালবাম

গরমে নাভিশ্বাস উঠেছে সকলেরই।

এপ্রিলের শেষেই তীব্র গরম। কলকাতায় মঙ্গলবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়েছে। হাঁসফাঁস করছে মানুষ। তবে মানুষ একা নয়, গরমে নাভিশ্বাস উঠেছে পশুপাখিদেরও। তাই স্নানে শরীর ভিজিয়ে স্বস্তির খোঁজে তারাও।

দাবদাহ থেকে একটু আরাম দিতে হাতিকে স্নান করানো হচ্ছে মায়াপুরের ইসকন মন্দিরে।

বিশাল জলাধারে স্নান করানো হচ্ছে একাধিক হাতিকে।

গরমে স্বস্তি দিতে আলিপুর চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর জন্য রাখা হয়েছে একটি এয়ার কুলার।

বাঘের খাঁচার মধ্যেও রাখা হয়েছে চৌবাচ্চা। গরমে কষ্ট হলে সেখানেই ডুব দিচ্ছে দক্ষিণ রায়।

চিড়িয়াখানার পুকুরে গা ভিজিয়ে নিচ্ছে পাখিও।