৩ ডিসেম্বর কামারহাটির 'রঙিন ছেলে'র জন্মদিন। ৬৭ বছরে পা দিলেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা দিয়ে দিন শুরু তৃণমূল নেতার।
জন্মদিনে জগন্নাথদেবের আরাধনায় মগ্ন মদন মিত্র।
সকলের প্রিয় নেতা তথা বিধায়কের জন্মদিনে সেজে উঠেছে কামারহাটি।
দলের নেতা-কর্মীদের মাঝে কেক কেটে জন্মদিন পালন করলেন সকলের প্রিয় 'এমএম'।
দলের কর্মীদের হাতে কেক খেয়ে বিশেষ দিন উদযাপন কামারহাটির বিধায়কের।
জন্মদিনে অনুরাগীরা প্রিয় নেতাকে উপহার দিলেন ফুল, চকোলেট।
পরনে পাঞ্জাবী, গলায় লাল গোলাপের মালা, জন্মদিনে সকলের হাতে খাবার তুলে দিলেন মদন।
মদন মিত্রের জন্মদিনে কামারহাটির বাসিন্দাদের পাতে পড়ল বিরিয়ানি। দিনভর তারই গন্ধে ম ম এলাকা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.