হারের ধাক্কা সামলাতে পারেননি বিরাট কোহলি। তাঁর সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মাকেও কান্না সামলাতে দেখা গিয়েছে। পরের দিকে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন।
মাঠেই উপস্থিত ছিলেন শাহরুখ। ভারত ফাইনাল হারের পর X হ্যান্ডেলে দলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। এমনকি ৬ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারলেও ভারতের প্রশংসা করলেন অভিষেক বচ্চন, অজয় দেবগন, কাজলের মতো অভিনেতারা।
ফাইনাল হারতেই চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হলেন রোহিত।
হারের পর নিজের হতাশা ধরে রাখতে পারেননি মহম্মদ সিরাজ। জশপ্রীত বুমরাহ তাঁকে সান্ত্বনা দিলেও কেঁদে ফেলেছিলেন সিরাজ।
আসমুদ্রহিমাচল এই মেগা ফাইনালে ভারতের জয় চাইলেও, রোহিত-বিরাটদের কাছে বিশ্বকাপ জয় 'অধরা মাধুরী' হিসাবেই রয়ে গেল।
ভারতের জন্য গলা ফাটালেও ১ লাখ ৩২ হাজারের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি থমকে গিয়েছিল। টিম ইন্ডিয়ার হারে হতবাক হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া।
ট্রাভিস হেডের শতরানের ইনিংস দেখে দর্শকদের মাথায় হাত।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.