কে এই ব্যক্তি? বিরাট কোহলি নাকি? এক ঝলক দেখলে 'কিং কোহলি' মনে হতেই পারে। তবে তাঁর আসল নাম কার্তিক শর্মা। এঁকে অনেকটাই বিরাট কোহলির মতো দেখতে। তিনি আদতে হরিয়ানার বাসিন্দা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে তাঁর ছবিই সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলেছে।
বিরাট কোহলির সঙ্গে কার্তিকের এতটাই সাদৃশ্য আছে যে তিনি বর্তমানে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।
কার্তিকের চুলের কাট থেকে দাড়ি, গোঁফ সহ লুকস সবটা মিলিয়ে একেবারেই বিরাটের মতো দেখতে।
সকলেই তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইছেন। কার্তিক এদিকে তাঁদের কাণ্ড ফোনে তখন রেকর্ড করতে ব্যস্ত।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.