রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ম্যাচ। একই দিনে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের জন্মদিন। জন্মদিনের আগে ব্যাটিং সাধনায় মগ্ন বিরাট।
শনিবার ইডেনে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেল কোহলিকে। ব্যাট হাতে থ্রো ডাউন নিচ্ছিলেন কিং। ইডেনেই কি ৪৯তম শতরান চাইছেন বিরাট? নাহলে কেন এত সাধনা?
রবিবার বিরাটের জন্মদিন পালনে তৈরি হচ্ছে ইডেনও। ইতিমধ্যেই বিরাট মুখোশে দেখা যাচ্ছে কোহলি অনুগামীদের।
এদিন ইডেনে দীর্ঘক্ষণ আলোচনায় থাকল পিচ। ২২ গজের চরিত্র বুঝতে দীর্ঘক্ষণ পড়ে রইলেন রাহুল দ্রাবিড়। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও দেখা গেল পিচ দেখতে।
দীর্ঘক্ষণ কিউরেটরদের সঙ্গেও কথা বলে ভারতীয় ম্যানেজমেন্ট। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, পিচ প্রাণবন্ত হবে। পেসাররা কিঞ্চিত সাহায্য পেতে পারে।
এদিন দক্ষিণ আফ্রিকাও অনুশীলন করে গিয়েছে। ভারতের মতো দারুন ফর্মে রয়েছেন ডি'কক, মার্করামরাও। খোশমেজাজে ধরা দিলেন তাঁরাও। এদিন ইডেনে এসেছিলেন শন পোলক।
বিশ্বকাপের ম্যাচ পেয়ে সেজে উঠেছে ইডেন। সমর্থকরা এসেছেন বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.