Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

নামের প্রতি সুবিচার করেননি, বিশ্বকাপের ফ্লপ একাদশে কারা?

'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-এর বেছে নেওয়া ফ্লপ একাদশের অধিনায়ক টেম্বা বাভুমা।

১১

টেম্বা বাভুমা (অধিনায়ক): তাঁর দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। দুর্দান্ত পারফর্ম করেছে টপঅর্ডার। অথচ তাঁর নিজের পারফরম্যান্স দেখে একটাই প্রশ্ন বারবার উঠে গিয়েছে, কীভাবে এই দলের অধিনায়ক হন টেম্বা বাভুমা? দলেই বা তাঁর জায়গা হল কী করে? গোটা বিশ্বকাপে বাভুমা ৮ ইনিংসে মাত্র ১৪৫ রান করেছেন। সংবাদ প্রতিদিন-এর বাছা এই ফ্লপ একাদশের অধিনায়কও তিনিই।

১১

জনি বেয়ারস্টো: গত বিশ্বকাপে তিনি করেছিলেন ৫৫২ রান। এবার সংগ্রহ মাত্র ২১৫ রান। একটাও স্মরণীয় ইনিংস নেই বেয়ারস্টোর। বিশ্বকাপের ফ্লপ একাদশে জায়গা পেলেন তিনিও।

১১

টম লেথাম: কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপে একেবারেই নজরকাড়া পারফরম্যান্স করেননি লেথাম। তাঁর দল সেমিফাইনালে উঠলেও ফ্লপ লেথাম।

১১

শাকিব আল হাসান: ৯ উইকেট, ১৮৬ রান। শাকিব আল হাসানের মতো অলরাউন্ডারের জন্য এই পারফরম্যান্স মোটেই উল্লেখযোগ্য নয়। শাকিব বিশ্বকাপে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তাই ফ্লপ একাদশে নাম লেখালেন তিনিও।

১১

জস বাটলার: বিশ্বকাপের অন্যতম হতাশা জস বাটলার। বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম বাটলার ১৪ ম্যাচে করলেন মাত্র ১৩৮ রান। ৬। সূর্যকুমার যাদব: বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে গোটা ভারতীয় দল। ব্যতিক্রম শুধু সূর্যকুমার যাদব। বিশ্বকাপে সব মিলিয়ে ১০০ রানের গণ্ডিও পেরোননি তিনি।

১১

৬। সূর্যকুমার যাদব: বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে গোটা ভারতীয় দল। ব্যতিক্রম শুধু সূর্যকুমার যাদব। বিশ্বকাপে সব মিলিয়ে ১০০ রানের গণ্ডিও পেরোননি তিনি।

১১

রশিদ খান: গোটা আফগানিস্তান দল ভালো করেছে বিশ্বকাপে। কিন্তু তাঁদের সবচেয়ে বড় তারকা রশিদ খানের পারফরম্যান্স সেভাবে নজর কাড়েনি। রশিদের মতো স্পিনার মাত্র ৯ উইকেট পেলেন বিশ্বকাপে। নামের প্রতি সুবিচার করেননি রশিদ।

১১

শাদাব খান: পাকিস্তানের পয়লা নম্বর স্পিনার শাদাব খান জায়গা পেয়েছেন বিশ্বকাপের ফ্লপ একাদশে। গোটা বিশ্বকাপে মাত্র ২ উইকেট পেয়েছেন তিনি। ব্যাট হাতেও বিশেষ নজর কাড়েননি।

১১

হ্যারিস রউফ: হ্যারিস রউফ বিশ্বকাপে ১৬টি উইকেট নিয়েছেন বটে। কিন্তু রান দিয়েছেন ওভারপিছু প্রায় সাতের কাছাকাছি। বিশ্বকাপে একেবারেই প্রভাবহীন ছিলেন তিনি।

১০ ১১

টিম সাউদি: ভারতের মাটিতে ইদানিং আর সেভাবে পারফর্ম করতে দেখা যায় না সাউদিকে। বিশ্বকাপেও ব্যতিক্রম হল না। বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি সাউদির। এমনকী বাদও পড়েছেন দল থেকে।

১১ ১১

মুস্তাফিজুর রহমান: বাংলাদেশ পেস বিভাগের নেতা মুস্তাফিজুর। বিশ্বক্রিকেটেও বেশ নামডাক আছে। অথচ বিশ্বকাপে সেভাবে দাগই কাটতে পারেননি তিনি।